26 C
dhaka
মঙ্গলবার, ১৫ই জুন, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ | সকাল ১১:৩৭
দৈনিক পরিবর্তন সংবাদ

খাগড়াছড়িতে করোনায় প্রথম মৃত্যু

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে গত ১৩ জুন মৃত্যু হয়েছিল আনসার সদস্য মফিজুল ইসলামের। মূলত তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত ছিলেন। সোমবার (২২ জুন) তার রিপোর্ট পজিটিভ এসেছে। এ হিসেবে জেলাটিতে করোনায় আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যু।

গত (১২ জুন) কুমিল্লাটিলা ৩৭ আনসার ব্যাটালিয়ন সদস্য মফিজুল ইসলাম জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে খাগড়াছড়ি জেলা সদরে হাসপাতালে ভর্তি হন। পরের দিন হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টা ৩৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে পুলিশ সদস্য ২১ জন। জেলাটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫৯ জনের। আর সুস্থ হয়েছেন ৩৪ জন।

সোমবার (২২ জুন) খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ পরিবর্তন সংবাদকে সত্যতা নিশ্চিত করেছেন। করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

আরও পড়ুন...

রাজশাহীতে এবার করোনায় একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক. পরিবর্তন সংবাদ

কুমিল্লা জেলার শিক্ষা জগতের এক উজ্জল নক্ষত্রের বিদায়

অনলাইন ডেস্ক. পরিবর্তন সংবাদ

দাউদকান্দিতে আগুনে পুড়ে গেলো ২৩ অটোরিকশা ও ৬টি মোটর সাইকেল

অনলাইন ডেস্ক. পরিবর্তন সংবাদ